Home / এক্সক্লুসিভ সংবাদ / শুনেছি বাসর রাত নাকি মেয়েদের জন্য অনেক ভয়ের , তাই বিয়ে করতে চাই না: প্রভা

শুনেছি বাসর রাত নাকি মেয়েদের জন্য অনেক ভয়ের , তাই বিয়ে করতে চাই না: প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনে’ত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় আর রূপে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নি’য়েছেন তিনি। মাঝে ব্যক্তিগত কারণে সমা’লোচনার মুখেও পড়েছিলেন এই অভিনেত্রী।

তবে সেগুলো’তে কান দিয়ে নিয়মিত মিডিয়ায় কাজ করে যা’চ্ছেন তিনি। সম্প্রতি ব্যক্তিগত জীবন ও ক্যা’রিয়ার নিয়ে গণ’মাধ্যমে কথা বলেছেন তিনি।

প্র’ভার বিয়ের খবর জানতে চাওয়া হলে তিনি জানান, ‘বিয়ে নিয়ে এই মুহূর্তে কোনো পরি’কল্পনা নেই। বিয়ে আমার কাছে ট্রমা হয়ে গেছে।আমার কা’ছে মনে হয় জীবনসঙ্গী পছন্দ করতে অ’নেক ভুল হয়েছে। যাকে বিশ্বাস করেছি, সেই আমাকে বিশ্বাস ঘা’তকতা করেছে।

আমার আ’শপাশের সবাই কিন্তু জানেন, সম্পর্কের ব্যাপারে আমি শতভাগ বি’শ্বস্ত থাকি। আপাতত বিয়ে করছি না। তবে এটা ঠিক, প্রেমে পড়ে যাই, কিন্তু বিয়ে’তে ভয় পাই।’

প্রভা অ’ভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পারফর্মার’ বেসরকারি টেলি’ভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে। পরিচা’লনা করেছেন তাসমিয়াহ্ আফরিন মৌ। স্বল্প’দৈর্ঘ্যটিতে প্রভা ছাড়াও আরও অভিনয় করেছেন মৌটুসী বি’শ্বাস ও শাহাদাৎ হো’সেন প্রমুখ।