খুচরা মাদক বিক্রেতা ছিলেন ময়মনসিংহ সদরের কামরুল ইসলাম। সেখান থেকে তিনি হয়ে উঠেন গাঁজা চাষি। মানুষের চোখ ফাঁকি দিতে দুই মাস আগে বাড়ির পেছনে আখ ও পুঁইশাক ক্ষেতে বপন করেন গাঁজার বীজ।
গাছ বড় হয়ে উঠলে সাধারণ দৃষ্টিতে তা গাঁদা ফুল গাছ মনে হওয়ায় স্থানীয়রা বুঝতেই পারেননি সেখানেই হচ্ছে গাঁজা চাষ। তবে শেষ রক্ষা হয়নি। র্যাবের অভিযানে আটক হয়েছেন সেই গাঁজাচাষি কামরুল। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে ৩৫টি গাঁজা গাছ।
সোমবার সকালে বিষয়টি জানিয়েছেন র্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে একজন মাদক বিক্রেতা একটি ক্ষেতে গাঁজা চাষ করছেন। সেই সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ সদরের বিজয়নগর এলাকায় অভিযান চালায় র্যাব-১৪ এর একটি দল।
এ সময় আখ ও পুঁইশাক ক্ষেতে গাঁজা চাষের সন্ধান ও মাদক ব্যবসায়ী কামরুলকে হাতেনাতে আটক করে র্যাব-১৪। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।