সদ্য শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’। এখন সেই ধারাবাহিকের নোয়া অর্থাৎ শ্রুতি দাস (Shruti Das) রয়েছেন আকাশের উড়ন্ত পাখি হয়ে। হ্যাঁ, মাটি ছেড়ে সো’জা আকাশে উড়ছেন তিনি। ব্যাপারটা খুলেই বলি।
ধারাবাহিকের ব্যস্ত সিডিউলে ঘোরাঘুরি বাতিলের তালিকায় থাকে। তাই ধারাবাহিক যখন শেষ তখন নতুন কাজে পা বাড়ানোর আগে একটা রিফ্রে’শমেন্ট দরকার বৈকি। সেই জন্যেই সিমলা পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। একেবারে সপরিবারে ঠান্ডার দেশে শ্রুতি দাস।
সিমলা গিয়ে একের পর এক বহু ছবি পোস্ট করেছেন তিনি। ট্রেন থেকে শুরু করে হোটেল সমস্ত আপডেট দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। সেখানে গিয়েও ই’নস্টাগ্রা’ম রিল বানিয়েছেন, কখনো ঘো’ড়ায় উঠে ’ছবি পোস্ট তো কখনো গর’ম গর’ম মো’মো হাতে।
এরই মধ্যে প্যারাগ’লা’ইডিং (Paragliding) সেরে নিলেন অভিনেত্রী। ট্রেনারের সঙ্গে উচুঁ আকাশে উড়লেন শ্রুতি। সাধারণত পাহাড়ি জায়গায় এই ধরনের প্যারা’গলা’ইডিং হয়। ডেলো থেকে সিম’লা এসব জায়গায় এই ধরনের অ্যা’ডভে’ঞ্চার করা যায়। শ্রুতি নিজেও ভয় টয় ছেড়ে হাসি মুখে সিমলার ভিউ উ’পভোগ করেন উড়তে উড়তে (Shruti Das Paragliding)।