বর্তমানে ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান আবার চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখালেন। তার সঙ্গে
সহ-প্রযোজক হিসেবে থাকবেন বন্ধু মোহাম্মদ ইকবাল। এদিকে ‘পাসওয়ার্ড’ নামের ছবিটি পরিচালনা
করবেন মাস্টার মেকার মালেক আফসারী। আর কেন্দ্রিয় চরিত্রে শাকিব খান ও নায়িকা হিসেবে বুবলী অভিনয় করবেন এটা চূড়ান্ত করা হয়েছে।
তাছাড়া এই ছবিতে থাকবেন আরও একজন নায়িকা। আর এই নাম নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। জানা গেছে, ছবিতে রানী আহাদ থাকবেন দ্বিতীয় নায়িকা হিসেবে। কিন্তু পরে জানা যায় রানী আহাদ নন, কলকাতার বনশ্রী নামের এক অভিনেত্রী অভিনয় করবেন ছবির দ্বিতীয় নায়িকা হিসেবে।
কিন্তু সংবাদ মাধ্যমের এসব খবরকে পুরোপুরি ভিত্তিহীন বললেন পরিচালক ও প্রযোজক দুজনেই। এ ব্যাপারে মালেক আফসারি গণমাধ্যমকে বলেন, ‘কোন নায়িকার সঙ্গে আলোচনা করলেই তাকে নিয়ে কাজ করা হয়ে যায়না। অনেকের সাথে এমন কথা হতেই পারে।’
এ সময় তিনি আরও বলেন, ‘কলকাতার বনশ্রীর সাথে কথা বলেছিলাম। তবে তার সঙ্গে শিডিউল মেলেনি। তাই তাকে বাদ দিয়েছি। নতুন নায়িকা যাকে চূড়ান্ত করেছি তার নাম লাকি। পেশায় একজন ডাক্তার। আগে কখনো অভিনয় করেননি।’
এ সময় নতুন নায়িকা লাকির সঙ্গে পরিচয় প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ফেসবুকের মাধ্যমে পরিচয়। তার কিছু ছবি দেখে আমার ভালো লাগে। তারপর তাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন।’
কিন্তু এ ব্যাপারে প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘এখনো আমরা নায়িকার বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারিনি।’ আর পরিচালক–প্রযোজকের দুরকম কথা নায়িকা নিয়ে ধোঁয়াশা আরও বাড়িয়ে দিল।