Home / এক্সক্লুসিভ / অনলাইন দুনিয়ায় ফের ভাইরাল সাইফকন্যা সারা!

অনলাইন দুনিয়ায় ফের ভাইরাল সাইফকন্যা সারা!

‘‌কেদারনাথ’‌ ছবির অভিনেত্রী তথা সাইফ আলি খান ও অমৃতা সিং’র মেয়ে সারা আলি খানের একটি

পুরানো ভিডিও ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে। যেখানে সারাকে দেখা যাচ্ছে নিজের বন্ধুদের সঙ্গে কিছু দুষ্টু–মিষ্টি মুহূর্ত কাটাতে।

‘‌কেদারনাথ’‌ ছবিটির প্রস্তাব আসার পর থেকেই সারা নিজের স্থুলকায় দেহকে স্লিম-ট্রিম করার চেষ্টা করছেন। যদিও পুরানো এই ভিডিওতে মোটাসোটা মিষ্টি সারাকেই দেখা যাচ্ছে।

ভিডিওটি দেখুন
ভিডিওতে দেখা যাচ্ছে, সারা তার ছেলে ও মেয়ে বন্ধুদের সঙ্গে মজা করছেন। তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নিন্দার ঝড় উঠেছে। কেউ কেউ এই ভিডিওকে বাজে এবং নোংরা বলেছেন।

উল্লেখ্য এ বছরের শেষেই সারা আলি খান ও সুশান্ত সিং রাজপুতের ছবি ‘‌কেদারনাথ’‌ মুক্তি পাওয়ার কথা রয়েছে। সারা সিনেমায় নামার আগেই তার সোশ্যাল মিডিয়ায় অনুগামীর সংখ্যা প্রচুর।