ঝলমলে ও সুন্দর চুল কে না চায়? আর এজন্য আমরা কতো কি না করি। তবে আপনি চাইলে ঘরে বসেই চুলের কোনো ক্ষতি না করে প্রাকৃতিক উপায়ে ঝলমলে ও সুন্দর চুল পেতে পারেন।
যা যা লাগবে:
২-৩ টি কলা,
২ টেবিল চামচ নারিকেলের দুধ (নারিকেলের দুধ বানানোর উপায় জানতে এখানে ক্লিক করুন)
১ টেবিল চামচ নারিকেল তেল
২ টেবিল চামচ অরগানিক মধু।
প্রক্রিয়া:
কলাগুলোর খোসা ছড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিন। এর সঙ্গে বাকি উপকরণগুলো দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এরপর যে পেস্ট তৈরি হকে সেটি মাথার ত্বকসহ চুলে লাগিয়ে নিন। চুলে লাগানো শেষে একটি প্লাস্টিকের ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন। ৪৫ মিনিট অপেক্ষা করে চুল ভালভাবে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে সপ্তাহে অন্তত একবার এই পদ্ধতি অনুসরণ করুন।
⇒ ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবেন শেয়ার করতে √ এখানে ক্লিক করুন
সুত্রঃ দৈনিক ইত্তেফাক