Home / সাজঘর / বয়সের ছাপ ঢাকতে মেকআপ করুন!

বয়সের ছাপ ঢাকতে মেকআপ করুন!

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা, ভাঁজ পরতে থাকে। ত্বক অনুজ্জ্বল লাগে। ত্বক শুষ্ক হয়ে পরে। বিভিন্ন ঘরোয়া পার্টিতেও নিজেকে সবার সামনে তুলে ধরতে বিব্রত বোধ করতে হয়। এছাড়া ত্বকের যত্ন ও মেক-আপের প্রতি উৎসাহ কমে যেতে থাকে। এমন সমস্যা যাদের, নিজেকে গুটিয়ে না রেখে বয়স ঢাকতে ট্রাই করুন নিচের টিপসগুলো।


• সানস্কিন ও এন্টিএজিং উপাদানসমূহ ময়শ্চারাইজার ব্যবহার করুন। এই বয়সে স্কিন কেয়ারের জন্য এগুলো খুবই উপযোগী।

• ভারী ফাউন্ডেশনে ত্বকের বলিরেখা আরও স্পষ্ট হয়ে ওঠে। তাই লিকুইড ও পাউডার ফাউন্ডেশন ব্যবহার করুন। লিকুইড ফাউন্ডেশন লাগালে ত্বকের অনুজ্জ্বল ভাব ঢাকা পড়ে। পাউডার ফাউন্ডেশন লাগালে আলাদা করে কম্প্যাক্ট লাগানোর দরকার পরেনা।

• থ্রি ইন ওয়ান আইশ্যাডো-লিপ কালার-চিক কালার স্টিক কিনে নিতে পারেন। আইশ্যাডো, চিকবোনে (চোখের নিচে) লাগানোর পর ব্রাশ দিয়ে লিপ কালার হালকা করে লাগান।

• চোখে আইলাইনার লাগান। কালোর বদলে গ্রে, ব্রাইন বা ল্যাভেন্ডার কালার ট্রাই করতে পারেন।

• কাজল পেন্সিলের বদলে আইলাইনার পেন ব্যবহার করুন।

• সবশেষে মাশকারা লাগান।

ব্যাস হলে গেল। এবার আয়নায় ভালকরে নিজেকে দেখুন। বয়স ৩০ এর কাছাকাছি হলেও এই মেকআপ আপনি নিজেকে অনেক তরুণ অনুভব করবেন।