Home / দাম্পত্য জীবন / জেনে নিন স্বাভাবিক যৌন মিলনের আদর্শ সময়

জেনে নিন স্বাভাবিক যৌন মিলনের আদর্শ সময়

স্বাভাবিক যৌন মিলনের সময় নিয়ে প্রায় সকলের মনে প্রশ্ন জাগতে পারে। এই দৃঢ় প্রশ্নের জবাব মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে।

এই সমীক্ষা শেষে বিশেষজ্ঞরা জানিয়েছেন বেস্ট সেক্সুয়াল ইন্টারকোর্স ৭-১৩ মিনিটের মধ্যে হয়। তবে সাধারণত ৩ মিনিটের যৌন মিলনই একদম আসল সময়।

সমীক্ষায় আরও বলা হয় যৌন মিলনের ক্ষেত্রে ৩ মিনিটের থেকে কম সময়কে সবচেয়ে কম সময় ও ১৩ মিনিটের অধিক সময়কে বেশি লম্বা বলা হয়েছে।

এই সমীক্ষাতে আরও জানা গেছে বেশিরভাগ পুরুষরা যৌন মিলনের জন্য বেশিক্ষণ সময় চায় কিন্তু মহিলাদের ক্ষেত্রে তাতে কিছু এসে যায় না। সাধারণত বেশিরভাগ মহিলারা ৭-১৩ মিনিট পর্যন্ত চলা সময়টাতেই খুশী থাকে, সেখানে পুরুষদের ক্ষেত্রে এরকম কিছু থাকে না।