সহজলভ্য বস্তু দিয়ে তৈরি কন্ডিশনার আপনার চুলকে চট করে ঝলমলে ও উজ্জ্বল তো করে দেবেই, আবার দীর্ঘদিন ব্যবহারে চুল পড়া কমাবে। সাথে কমবে চুলের রুক্ষতাসহ অন্যান্য সমস্যা। আসুন, জেনে নেয়া যাক ঘরোয়া কয়েকটি কন্ডিশনারের ব্যাপারে।
নারিকেল তেল-
গোসল করবার দুই এক ঘণ্টা আগে চুলে ভালো করে নারিকেল তেল ম্যসাজ করুন। তারপর একটি তোয়ালে কুসুম গরম পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। এবং সেটা দিয়ে চুল পেঁচিয়ে রাখুন ১/২ ঘণ্টা। পড়ে গোসলের সময় শ্যাম্পু করে নিন। এই উপায়ে চুল ময়েশ্চারাইজ হয়ে যাবে শতভাগ।
চায়ের লিকার-
চা পাতা অল্প পানিতে দিয়ে অনেকটা সময় জ্বাল দিন। ঘন লিকার হলে ছেঁকে নিন। শ্যাম্পু করার পর এই লিকার দিয়ে চুল ভালো করে ধুয়ে নিন। রেখে দিন ১০ মিনিট। পড়ে সামান্য পানি দিয়ে চুল ধুয়ে মুছে নিন।
ডিমের প্যাক-
ডিম এবং অলিভ অয়েল ভালো করে ফেটে নিন। চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। পড়ে শ্যাম্পু করে ফেলুন। তৈলাক্ত চুল হলে ডিম এবং টক দই মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন। তেল কমে গেলে চুল হয়ে উঠবে ঝলমলে।
ফ্রুট প্যাক-
রুক্ষ চুলের জন্য পাকা পেঁপে চটকে, কিংবা আভক্যাড চটকে চুলে লাগিয়ে রাখতে পারেন।
অলিভ অয়েল-
চুলে ভালো করে অলিভ অয়েল ম্যসাজ করুন। সারারাত রেখে দিন। সকালে শ্যাম্পু করুন। সকালে শ্যাম্পু করলে দেখবেন চুলে রেশমি ও ঝলমলে হয়ে উঠেছে।